সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১২,জুলাই ::বনমহোৎসব ২০২৫ ১৪ জুলাই, ২০২৫ থেকে ২০ জুলাই, ২০২৫ পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গে পালিত হবে। রাজ্যস্তরের অনুষ্ঠানটি ১৪ জুলাই ২০২৫ তারিখে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি ২৩টি জেলাস্তর এবং ২টি উপ-বিভাগীয় স্তরের অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।১২ জুলাই, ২০২৫ তারিখে, কলকাতার অরণ্য ভবন এবং শিলিগুড়ি থেকে দুটি ট্যাবলো উদ্বোধন করবেন শ্রীমতী বীরবাহা হাঁসদা, মাননীয় প্রতিমন্ত্রী, বন (স্বাধীন দায়িত্ব), স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-কর্মসংস্থান (স্বাধীন দায়িত্ব) এবং
শ্রী দেবল রায়, আইএফএস, প্রিন্সিপাল সেক্রেটারি, বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রধান প্রধান বন সংরক্ষক এবং বন বাহিনীর প্রধান।
এই ট্যাবলো “সবুজ বাঁচাও” এর প্রতি সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে এবং মধ্য কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, নিউ টাউন এবং সল্টলেকে চারা বিতরণের জন্য ভ্রাম্যমাণ ইউনিট হিসেবেও কাজ করবে।