সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৩,জুলাই :: শিলিগুড়ি ৩৯ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন। একুশে জুলাই শহীদ দিবসের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা।এদিন শিলিগুড়ি ৩৯ নম্বর ওয়ার্ডে একুশে জুলাই শহীদ দিবসের স্মরণে আয়োজন করা হয়, রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের। সকাল থেকে শুরু হয় রক্তদান শিবির চলে দুপুর তিনটে পর্যন্ত।
প্রসঙ্গত দেখা যায় প্রচুর মানুষ এসে এই রক্তদান শিবিরের রক্তদান করেন। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে অনেকেই চক্ষু পরীক্ষা করাতে আসেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পিংকি সাহা জানান রক্তদান জীবন দান, যারা রক্তদান করেছেন তাদেরকে ছোট্ট উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হচ্ছে।