নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: রবিবার ১৩,জুলাই :: ভাঙ্গরে তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তারি কলকাতা পুলিশের । ভাঙ্গড় এলাকা থেকেই আজ ভোরে মোফাজ্জল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে রাজনৈতিক রেষারেষি জেরেই ঘটনার সূত্রপাত । রাজ্জাক খাঁ ওই এলাকায় বেশি প্রাধান্য পাওয়ায় তার ওপর ক্ষোভ ছিল তৃণমূল কর্মী মোফাজ্জলের। সেখান থেকেই এই ঘটনা ঘটিয়েছে মোফাজ্জল তেমনটাই সূত্রের খবর।