সাঁইথিয়ায় গুলি করে যে তৃণমূল নেতা খুন করা হয়েছে, তার নাম পীযুষ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: রবিবার ১৩,জুলাই :: পীযুষ ঘোষ বীরভূম জেলার শ্রীনিধিপুর এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন ।

অভিযোগ শনিবার রাতে রাত ১২টার দিকে তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, এরপর পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয় । এর আগে তাঁর বাড়িতে হত্যার হুমকি দিয়ে চিরকুট পাঠানো হয় । তাতে তার ছেলেকেও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ  ।

উদ্ধারকালে তাঁর দেহ তাঁর বাইকের পাশে পড়ে পাওয়া যায়, গুলির ছিদ্র লেজুড়ে গুলি মাথা পেরিয়ে কপাল দিয়ে বেরিয়ে এসেছে । খবর পেয়ে ছেলে সেখানে গেলেও গভীর রাতে তাঁর দেহ ওঠানোর জন্য প্রাথমিক ভাবে কাউকে পাওয়া যায় নি ।

পুলিশ ইতিমধ্যেই তিন জনকে — দুই মহিলা ও এক পুরুষ — আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে । স্থানীয় সূত্র মতে ঘটনাস্থলের ঠিক উল্টো দিকের বাড়ির এক মহিলাকে পুলিশ আটক করেছে ।

ঘটনাটি একটা রাজনৈতিক ‘সিরিজ খুনের’ অংশ, যেখানে গত ৩ দিনে একই রাজ্যে তিনজন তৃণমূল নেতাকে হত্যা করা হলো। সাঁইথিয়ার ঘটনায় হত্যাকান্ডের পেছনে কি রাজনৈতিক, ব্যক্তিগত, জমি-বালি কিংবা অন্য কোনো কারণ রয়েছে, তা পুলিশ তদন্ত খতিয়ে দেখছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =