নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: রবিবার ১৩,জুলাই :: জমিতে জল দিতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হলো প্রাক্তন এক বিএসএফ কর্মীর। রবিবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৬৫ নং দড়িপত্তনি এলাকায়। মৃত ব্যক্তির নাম জগদীশ রায়,বয়স ৬৫ বছর।
জানা যায় এদিন সকালে তিনি বাড়ির পাশে জমিতে জল দিতে গিয়ে ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দেন। এরপরেই শক খেয়ে ছিটকে জমিতে পড়ে যান। ঘটনার পরেই স্থানীয় কৃষকরা ছুটে এসে তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
মৃত ব্যক্তির ভাই জানান হাসপাতাল নিয়ে আসার পর কিছুক্ষণ প্রাণ ছিল।অক্সিজেন লাগানোর মুহূর্তে দাদা মারা যান। ঘটনার পর ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।