নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: রবিবার ১৩,জুলাই :: এন এফ রেলওয়ে আলিপুর দুয়ার ডিভিশন দ্য ভারত স্কাউট এন্ড গাইড জংশন স্কাউট হাটের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী সামার ক্যাম্প। এই ক্যাম্পে অংশগ্রহণ করেন ১২০ জন ছাত্রছাত্রী।
ক্যাম্পটি অনুষ্ঠিত হয় জেলার কালচিনি ব্লকের রাজাভাত খাওয়ার পানি ঝোরা বই গ্রামে। এই ক্যাম্পে ছাত্র-ছাত্রীদের জন্য ছিল নাচ-গান থেকে জঙ্গল ভ্রমণ। আবহাওয়ার কথা চিন্তা করে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ খেয়াল রাখা হয়েছিল। তাদের থাকা খাওয়ার উপরে নজর ছিল ।
আজ এ ক্যাম্প শেষ করে সবাই সবার বাড়ি যায়। স্কাউট অ্যান্ড গাইড এর ডিভিশন ইনচার্জ ঝন্টু তরফদার জানান ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও ভ্রমণ নিয়ে এই ক্যাম্প করা হয় এতে ছাত্র-ছাত্রীরা অনেক কিছু শিখবে এবং তাদের আগ্রহ আসবে।