সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৩,জুলাই :: টিম A.B. For Mamatadi Social Media Community র তরফ থেকে আজ দার্জিলিং জেলা কমিটি (সমতল) শিলিগুড়ি জেলা কার্যালয়ে অমর ২১শে জুলাই ও ২৬ শে বিধানসভার ভোটকে পাখির চোখ করে একটি চায়ের আড্ডা অনুষ্ঠানের আয়োজন করেছিল।এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব ও Team A.B. For Mamatadi Social Media Community র রাজ্য সহ সভাপতি শিলাদিত্য সেন, দার্জিলিং জেলা (সমতল) সভাপতি অজিত ব্যানার্জি সহ আরো অন্যরা উপস্থিত ছিলেন।