নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১৪,জুলাই :: শাসক দলের সন্ত্রাস ও থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ ও অধিকার রক্ষার মিছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে।
রবিবার বিকেল ৪:১৫ নাগাদ এই মিছিলটি শুরু হয়েছে কোচবিহার সিপিআইএমের কার্যালয় সামনের থেকে। আজকের এই মিছিলে পা মিলিয়েছেন মীনাক্ষী মুখার্জী, মোহাম্মদ সেলিম অনন্ত রায় সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব।
এই মিছিলটি কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুচবিহার দাস ব্রাদাস্ মোড় সংলগ্ন এলাকায়। মিছিল শেষে একটি পথসভা ও করে সিপিআইএম জেলা নেতৃত্ব।