সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ১৫,জুলাই :: টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের পরিসমাপ্তি। লর্ডস টেস্টে ক্রিকেটের জয়। পাঁচ দিন ধরে রুদ্ধশ্বাস ক্রিকেট যুদ্ধের পর অবশেষে ইংল্যান্ড ভারতকে ২২ রানে পরাজিত করেছে। সিরাজের আউটের সাথে সাথে লর্ডস টেস্ট ম্যাচ ভারতের জয়ের আশা ধুলিস্যাৎ হয়ে যায়।
রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান, তবে সেই লড়াই ট্রাজেডি হিসেবে থেকে গেল। লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয়ের পাশাপাশি হলো ক্রিকেটের জয়। সিরাজ আউট হয়ে যাবার হতাশাগ্রস্ত হয়ে পড়েন, সেই সময়ের রুট ও ক্রলি এসে সিরাজকে সান্তনা দেন।
ক্রিকেটের ২২ গজের যুদ্ধের সমাপ্তির পর এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলো লর্ডস। পাশাপাশি খেলার সমাপ্তির পর রবীন্দ্র জাদিজাকে আলিঙ্গন করেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সেই কারণে আক্ষরিক অর্থের লর্ডসে জিতে গেল ক্রিকেট। থেকে গেল কিছু দুর্দান্ত স্মৃতি।