নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বকুলতলা :: বুধবার ১৬,জুলাই :: বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম তিন জন,বকুলতলা থানার হানারবাটি গ্রামে বিস্ফোরণে জখম হলেন এক মহিলা সহ ৩ জন |
স্থানীয় সূত্রে খবর জখম কালাম শেখ ও তাঁর স্ত্রী মানসুরা শেখ ও অন্য একজন, এ দিন কালাম শেখের রান্নাঘরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়।
তিন জন গুরুতর জখম হয়, গোপনে বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর কালামের খোঁজ মেলেনি। জখম মানসুরা কে পুলিশ উদ্ধার করে প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে কোলকাতায় স্থানান্তরিত করা হয়।