জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বুধবার ১৬,জুলাই :: জলঢাকা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ব্যক্তি।মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকায়।

জানা যায় ওই ব্যক্তিকে মাঝ নদীতে স্নান করতে দেখেন স্থানীয়রা।আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় ওই ব্যক্তি।মূহুর্তের মধ্যে প্রচুর মানুষের ভিড় জমে যায়।খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়।ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিভিল ডিফেন্সের কর্মীরা।নদীতে বোট নামিয়ে তল্লাশি চালায় সিভিল ডিফেন্স।তবে কয়েক ঘন্টা পার গেলেও খোঁজ মেলেনি ওই ব্যক্তির।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু হোসেন বলেন এদিন এক ব্যক্তি নদীতে স্নান করতে নেমেছিল নাকি নদী পার হচ্ছিল বোঝা যাচ্ছে না।স্থানীয়রা এক ব্যক্তিকে মাঝ নদীতে তলিয়ে যেতে দেখে।

বিষয়টি আমাকে জানালে পুলিশ প্রশাসনকে জানাই।খোঁজ চলছে তবে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। উল্লেখ্য জেলা পুলিশ ভরা বর্ষাতে নদীতে নেমে একাধিক জায়গাতে নিষেধ করেছে।তবে ওই ব্যক্তি স্নান করতে নাকি নদী পার হচ্ছিল তা কেউ বলতে পারেনি।ওই ব্যক্তির নাম পরিচয় ও জানা যায়নি।খবর লেখা পর্যন্ত এখনও খোঁজ মেলেনি তলিয়ে যাওয়ার ব্যক্তির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =