আবারো খ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত এক তৃতীয় শ্রেণীর ছাত্রী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: ক্ষ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত একের পর এক শিশু, প্রতিদিনই এলাকায় ক্ষ্যাপা হনুমানের তাণ্ডব। আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। উদাসীন পুলিশ প্রশাসন ও বনদপ্তর।শিশু আক্রান্তের ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার। নদীয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের ঘটনা। উল্লেখ্য দিন কয়েক আগে খ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছিল চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী, বুধবার আবারো সেই ক্ষ্যাপা হনুমানের কামড়ে আক্রান্ত হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী।

পরিবারের দাবি নেহা মন্ডল নামে ওই খুদে পড়ুয়া বাড়ির উঠানে খেলা করছিল, হঠাৎই ওই খ্যাপা হনুমান এসে পায়ে খাবল মেরে পায়ের মাংস তুলে নেয়। এরপর রক্তাক্ত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে শুরু হয় চিকিৎসা।

এলাকার মানুষের দাবি, একবার দুবার নয় ওই খ্যাপা হনুমানের কামড়ে কমপক্ষে পাঁচ থেকে ছয় জন আক্রান্ত হয়েছে। বনদপ্তরকে জানিয়েও কোন লাভ হয়নি, সম্পূর্ণ উদাসীন ভূমিকা তাদের।

স্বাভাবিকভাবেই ক্ষ্যাপা হনুমানের তাণ্ডবে এখন আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। অবিলম্বে ওই হনুমানটির ব্যবস্থা না করলে আরো কেউ আক্রান্ত হতে পারে বলে দাবি এলাকার মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twelve =