চলো ধর্মতলা , দেওয়াল লিখনে রাজনীতির ময়দানে পারিয়াল সব জল্পনাকে দুরছাই করে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: বিশ্বনাথ পারিয়াল । দুর্গাপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে বহু চর্চিত নাম । বহু বিতর্কিত নামও ।

সোজা সাপটা কথা , ভাল লাগলে প্রশংসা , ভাল না লাগলে ডাইরেক্ট মন্তব্য বেশ কড়া ধাঁচের । এভাবেই সেই বাম জমানায় সিপিএমের ঘুম ওড়ানো থেকেই তার রাজনীতির দাওয়াই ।

মিডিয়ার একাংশ আবার তাকে নিয়েই বিতর্ক দানা বাধিয়েছিল । কিন্তু পারিয়াল রয়েছেন পারিয়ালেই । আবার তাকে রাজনীতির ময়দানে দেখা গেল তবে এবার রঙ তুলি হাতে । দুর্গাপুর এখন সরগরম ।

আসছেন নমোজী । ১৮ জুলাই । দুর্গাপুর শিল্পাঞ্চলে সাজো সাজো রব । আসছেন প্রধানমন্ত্রী । এবারের প্রধানমন্ত্রীর সভা বনাম ধর্মতলা এক্কেবারে রাজনীতির বাজার গরম করে দিয়েছে ।

পিছিয়ে বাম আর কংগ্রেস । পারিয়াল ৩১ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন সারলেন কর্মীদের নিয়ে । নিজেও তুলি ধরলেন । পারিয়াল বলেন “ ২১ শে জুলাই মা মাটি মানুষের দলের কাছে একটা আবেগের ,। সচিত্র ভোটার কার্ডের লড়াই শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আর তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার যুবক ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল । জ্যোতি বসুর পুলিশ ট্রিগার হ্যাপি হয়ে উঠেছিল । প্রাণ গিয়েছিল ১৩ জনের । এ লড়াই বাংলা কোনদিন ভুলবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =