নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: বীরভূম জেলার ব্রাহ্মণী নদীর রামপুর ও মক্রমপুর গ্রামের মধ্যবর্তী বাঁধে হঠাৎ বড়সড় ফাটল দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই ফাটলটি ব্যাপক আকার ধারণ করে এবং প্রায় ৫০ মিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে যায়।
ফলে মক্রমপুর, রানীনগর সহ আশেপাশের গ্রামগুলিতে হঠাৎ বন্যার আশঙ্কা দেখা দেয়। জল ঢুকে পড়ে বিস্তীর্ণ চাষের জমিতে, জলমগ্ন হয়ে পড়ে ঘরবাড়ি, ভেঙে পড়ে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বীরভূম জেলার পুলিশ সুপার। তিনি এলাকা ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
রাজ্য পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (DMG)-এর দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশাপাশি, বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ত্রাণ এবং উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও প্রশাসন। মক্রমপুর গ্রামে খোলা হয়েছে একটি কমিউনিটি কিচেন, যেখানে মক্রমপুর, রানীনগর ও কানুপুর এলাকার বহু দুর্গত মানুষ তিন বেলা রান্না করা খাবার পাচ্ছেন।
DMG-এর সদস্যরা নৌকায় করে জলমগ্ন এলাকা ঘুরে ঘুরে মানুষের কাছে খাবার, জল ও ওষুধ পৌঁছে দিচ্ছেন। এখন নদীর জলস্তর কিছুটা হ্রাস পাওয়ায় ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হচ্ছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উভয় দিক থেকে বাঁধ মেরামতির কাজ জোরকদমে শুরু হয়েছে।