নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: কুয়ো থেকে উদ্ধার হল কানাইয়া লোহার নামে এক খনি কর্মীর মৃতদেহ । খুন বলে আশঙ্কা পরিবারের । বহুলা পঞ্চায়েতের পরাশকোল সংলগ্ন পদ্মাবতী মন্দির এলাকার ঘটনা ।
পাণ্ডবেশ্বর এর বহুলা পঞ্চায়েতের পরাশকোলের পদ্মাবতী মন্দির সংলগ্ন এলাকায় কুয়ো থেকে উদ্ধার হয় কানাইয়া লোহার (৫৮) নামে এক খনি কর্মীর মৃত । মৃত দেহটি কুয়োর জলে ভাসতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানাতে ।পরিবার সূত্রে জানা গেছে মৃত কানাইয়া লোহার সিএল জামবাদ কোলিয়ারির কর্মী ছিলেন । উত্তরপ্রদেশের খুশিনগরের বাসিন্দা কানাইয়া লোহার পরিবার নিয়ে পরাশকোলে খনি আবাসনে থাকতেন । মৃতের বড় ছেলে রঙিন লোহার বলেন বাবা দীর্ঘদিন ধরে কাজে গরহাজির ছিলেন ।
দুদিন আগে দেশের বাড়ি থেকে ফিরেন তিনি । এরপর কর্মস্থলে যান । এরপর তার মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । রাত পর্যন্ত বাড়ি না ফেরাই খোঁজাখুঁজি পড়েও সন্ধান পাওয়া যায়নি । সকালে কুয়োর থেকে বাবার দেহ উদ্ধার হয় । কেউবা কারা তাকে আটকে রেখে খুন করেছে বলে সন্দেহ প্রকাশ করছে পরিবারের লোকজন ।
কারণ হিসাবে তিনি বলেন গতকাল একটি নম্বর থেকে ফোন এসেছিল । ফোন করে বলা হয় ১৭৫০০ টাকা ইএমআই বাকি আছে কানাইয়া বাবুর । সেই টাকা পরিশোধ করলে মোবাইল ফোনটি চালু হয়ে যাবে । ফোনটি যে বা যারা করেছিল তারাই আটকে রেখে খুন করে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছে তারা ।
ঘটনার তদন্ত শুরু হয়েছে । পোস্টমর্টেম রিপোর্ট থেকে পরিষ্কার হবে খুনের কারণ বলে থানার এক আধিকারিক জানান ।