নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে বিশ্ব সর্প দিবস পালন করা হলো , আলিপুরদুয়ার পৌরসভার সামনে থেকে ১১ হাত কালি বাড়ি পযন্ত পদযাত্রা করা হয়, বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ও লিফলেট বিলির মাধ্যমে।
আজ সারাদিন বিভিন্ন জায়গায় এই দিনটি পালন করা হবে।আমরা অনেকেই সাপ দেখলেই আতঙ্কিত হয়ে পড়ি এবং না চিনেই মারার চেষ্টা করি। কিন্তু আসলে সাপ মানেই কি বিপদ ?ভারতে প্রায় ৩০০ প্রজাতির সাপ পাওয়া যায়। তাদের মধ্যে বেশির ভাগ নির্বিষ।
হাতে গোনা কয়েকটি সাপ বিষধর তার মধ্যে আছে কোবরা, ভাইপার, কেউটে প্রজাতির যেমন গোখরো, কেউটে,কালাজ , চন্দ্রবোড়া,শাখামুটি,শঙ্খচুড়,পিট ভাইপার,সালজার পিট ভাইপার ইত্যাদি।
বাস্তুতন্ত্রে সাপ আমাদের অনেক উপকার করে,সাপ সাপকে খেয়েও ইকোসিস্টেম ধরে রাখে।আর শাখামুটি বা শঙ্খীনি সাপ দেখলে মারবেন না ও কাউকে ধরতে দিবেন না,এই সাপ কে আমরা নৈশপ্রহরী বা নাইটগার্ড বলি।
এই সাপ অনেক বিষধর সাপ খায়,যে সমস্ত জায়গায় শাখামুটি সাপ নেই সেখানে এশিয়ার বিষধর কালাজ সাপ বেশি দেখা যায়।সাপের বিষ বিভিন্ন প্রকার ঔষধ তৈরি হয়। সাপ তার বিষ মানুষ মারার জন্য তৈরি করে না, নিজের খাদ্য হজম করার জন্য।
তাই সাপ মারবেন না,সাপ দেখা দিলে বনদপ্তরের সাথে যোগাযোগ করবেন।আমরা চাই সাপ বাঁচুক ও মানুষ বাঁচুক । ২ মাস ব্যাপী পশ্চিমবঙ্গের ডু্য়াস থেকে সুন্দরবন বিভিন্ন জেলায় সর্প সচেতনতা করা হবে।