শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল আফ্রিকান সিংহরা! হারারেতে দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে দিল নিউজিল্যান্ড

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল দুর্বল। জিম্বাওয়ের বিরুদ্ধে মিলেছিল দক্ষিণ আফ্রিকার সহজ জয়, কিন্তু শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল আফ্রিকান সিংহরা।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের মুখ দেখতে হলো দক্ষিণ আফ্রিকাকে। আজ হারারেতে টসে জিতলেও, নিউজিল্যান্ডকে ব্যাট কর‍তে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ভান ডার ডুসেন।কিউইরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৩ রান৷ টিম রবিনসন অসাধারণ খেলে ৭৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। পাশাপাশি সাত নম্বরে ব্যাট করতে নেমে বেভান জেকবস ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেন।

লক্ষ্য খুব একটা বেশি না হলেও , লক্ষ্যভ্রষ্ট হয় দক্ষিণ আফ্রিকা।১৮.২ ওভারে ১৫২ রান করে অলআউট হয়ে যায় তারা। ব্রেভিস ৩৫,জর্জ লিন্ডে ৩০ রান করলেও ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।ম্যাট হেনরি ও ডাফি দুজনেই তিনটি উইকেট দখল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =