নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ১৭,জুলাই ::কন্টেনারে ১৫৮ কেজি গাঁজা উদ্ধার করল নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি। ঘটনায় চালককে গ্রেপ্তার করে তদন্তে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ কোচবিহার মাথাভাঙ্গা জাতীয় সড়কে ওত পেতে থাকে।কোচবিহার থেকে মাথাভাঙ্গা গামী একটি মালবাহী কন্টেইনার কে নিশিগঞ্জে আটক করে পুলিশ। তল্লাশি করে পুলিশ জানতে পারে কন্টেইনারের ভেতর বস্তা বন্দী করে পাচার হচ্ছিল গাঁজা।
এরপর নিয়ম মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজা পরিমাপ করে দেখা যায় প্রায় ১৫৮.৬১ কেজি গাঁজা বস্তা বন্দী করে পাঁচার হচ্ছিল। গাঁজা পাঁচারের দায়ে কন্টেইনারের চালক হরিয়ানা নিবাসী জুবিয়ার খান কে গ্রেপ্তার করে তদন্তে পুলিশ।