নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: শুক্রবার ১৮,জুলাই :: মিনাখাঁ ব্লক ২, সভাপতি তাজউদ্দিন মোল্লা, মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভূঁইয়ার নেতৃত্বে ,একুশে জুলাই শহীদ স্মরণ” -এর প্রস্তুতি সভা হয় মোহনপুরের মল্লিক ঘেরী , (আয়লা সেন্টারে ) ।
একুশে জুলাই কে সামনে রেখে প্রস্তুতি সভায়, মোহনপুর অঞ্চলের দক্ষিণ কালিবাড়ি বুথের, ১৫টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। পঞ্চায়েত সদস্য শুভ লক্ষী প্রামাণিক ও ব্লক সভাপতি তাজউদ্দীন মোল্লার হাত ধরে দলীয় পতাকা তুলে দিলেন তাদের হাতে।
দলত্যাগী বিজেপি নেতা চিন্ময় দাস বলেন বিজেপি দলে থেকে, গ্রামের কোন উন্নতি করতে পারছিনা। তাই গ্রামের মানুষের কথা মাথায় রেখে আজ তৃণমূল কংগ্রেসের যোগ দিলাম। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে আরও যেসব পরিবার অপেক্ষা করছে তাদেরকেও তৃণমূল কংগ্রেসে আসতে অনুরোধ করবো।
এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
একুশে জুলাই এর প্রস্তুতি সভায় সন্দেশখালি, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, মিনাখা সহ একাধিক ব্লক থেকে একের পর এক বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করায় বিরোধীরা কোনঠাসা হয়ে পড়ছে এবং শাসক দলের হাত শক্ত হচ্ছে।