বিশাল প্রস্তুতি মিছিল করে বোলপুর মহকুমার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নেতৃত্বে ছিলেন তৃণমূলের জেলা নেতা অনুব্রত মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শুক্রবার ১৮,জুলাই :: ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। সেই উপলক্ষে এক বিশাল প্রস্তুতি মিছিল করে বোলপুর মহকুমার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নেতৃত্বে ছিলেন তৃণমূলের জেলা নেতা অনুব্রত মণ্ডল।

বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া থাকা সত্ত্বেও কর্মী-সমর্থকদের উৎসাহে ছিলনা কোনও ঘাটতি। শ্লোগান, ব্যানার ও পতাকায় মুখরিত ছিল গোটা এলাকা। মিছিলের রুটে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নেয়।মিছিলের মূল উদ্দেশ্য ছিল শহীদ দিবস সফল করার বার্তা ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষকে আরও বেশি করে যুক্ত করা।

মিছিলে অংশ নেওয়া কর্মীদের দাবি, ২১ জুলাই শুধু একটি দিন নয়, এটি তৃণমূলের আত্মত্যাগ ও জনসংযোগের প্রতীক। এদিন অনুব্রত মণ্ডল জানান, “প্রতি বছরের মতো এবারও শহীদ দিবসকে ঘিরে জনসমাগম অভাবনীয় হবে।

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বীরভূম থেকে হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন। তারই প্রস্তুতি হিসেবে আজকের মিছিল।”  মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং প্রশাসনের পক্ষ থেকেও ছিল কড়া নজরদারি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =