স্কুলে ক্লাস চলাকালীন এক ছাত্রকে কানের নিচে চড় শিক্ষকের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৮,জুলাই :: স্কুলে ক্লাস চলাকালীন এক ছাত্রকে কানের নিচে চড় শিক্ষকের । সেই মারে অজ্ঞান হয়ে পড়া ছাত্র পূর্ব বর্ধমান জেলার কালনা হসপিটালে চিকিৎসাধীন। ছাত্রকে ওখানে ফেলেই ক্লাস ছাড়েন অভিযুক্ত শিক্ষক। নাদন ঘাট থানার দারস্থ হয়েছেন ছাত্রের বাবা।

জানা গিয়েছে নাদন ঘাট থানার অন্তর্গত কুড়িছা টিডি হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্র ক্লাসে বসে জানলার দিকে দেখছিল, বন্ধুদের সাথে কথাও বলছিল সে, আর এমন সময় ওই স্কুলেরই পার্শ্বশিক্ষক তপন দাস ওই ছাত্রের গালের নিচে সজরে থাপ্পড় মারে, এরপরই অসুস্থ হয়ে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে ভর্তি হয় ।পরবর্তী সময় সেখান থেকে রেফার করে তাকে কালনা হসপিটালে স্থানান্তর করা হয়। বর্তমানে কালনা হসপিটালে চিকিৎসাধীন অষ্টম শ্রেণীর ওই ছাত্র।

অসুস্থ ছাত্রের বাবা এদিন জানান অভিযুক্ত শিক্ষক অজ্ঞান হয়ে যাবার পরও ছেলেকে দেখেনি, বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরেছে সে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির ও দাবি তুলেছেন তিনি।

এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত হালদার জানান, রাগের কারণে ছাত্রকে মারার জন্য বেকায়দায় লেগে গেছে, আমাদের কাছে ছাত্রের সুস্থতা আগে, ছাত্র সুস্থ হয়ে স্কুলে আসুক সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত শিক্ষককে আপাতত স্কুলে আসতে বারণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক তপন দাস ফোনে জানান, ইচ্ছা করে কেউই মারে না, অসাবধানতাবশত লেগে গেছে, ঘটনায় আমি খুবই অনুতপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − two =