২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে নদীয়ার তেহট্ট থেকে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সাহিদ মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ১৮,জুলাই :: ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে নদীয়ার তেহট্ট থেকে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সাহিদ মণ্ডল। তরণীপুর বাজার থেকে শুরু হয় তাঁর যাত্রা। প্রতিদিন গড়ে ২৫ কিমি পথ হাঁটবেন বলে পরিকল্পনা করেছেন তিনি, যাতে ২১ জুলাই সকালে ব্রিগেড পৌঁছনো যায়।পেশায় তিনি গৃহশিক্ষক। সাহিদের বাড়ি নদিয়া জেলার তেহট্ট থানার তরণীপুর গ্রামে। তিনি বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর গভীর শ্রদ্ধাবান । বহুদিনের ইচ্ছা ছিল একবার অন্তত হেঁটে শহিদ দিবসে অংশগ্রহণ করা। সেই ইচ্ছাকেই বাস্তবে রূপ দিতে পথে নেমেছেন।

সাহিদ পথ চলার সময়ে কোথায় কোথায় থাকবেন, কীভাবে যাবেন সব পরিকল্পনা আগে থেকেই দলের সঙ্গে আলোচনা করে স্থির করেছেন। সাহিদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সম্ভব।

আজকের ভারতের প্রেক্ষাপটে এটা খুব জরুরি। সাহিদ বলেন আমি প্রতি বছর বাসে যেতাম, এবার হেঁটে শহিদদের শ্রদ্ধা জানাতে চাই। দলীয় সূত্রে জানা গিয়েছে, তার যাত্রাপথে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য তৃণমূল সবরকম সহযোগিতা করছে।

তাকে পুষ্প স্তবক এবং মিষ্টিমুখ করান তৃণমূল নেত্রী রিক্তা কুন্ডু। পাশাপাশি তিনি সাহিদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। একনিষ্ঠ তৃণমূল কর্মীর এই চিন্তা ভাবনাকে কুর্নিশও জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =