নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শুক্রবার ১৮,জুলাই :: হিঙ্গলগঞ্জের দুলদুলি নদীর ঘাট থেকে লেবুখালি ঘাটের দিকে যাওয়ার পথে। বাইকটির নৌকায় তুলতে গিয়ে পড়ে যায় নদীতে। দীর্ঘ কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না বাইকটি। এই দুলদুলি থেকে নেবুখালী কয়েক হাজার মানুষজন যাতায়াত করে। বাইক সহ সাইকেল পারাপার করতে গিয়ে প্রাশই ঘটে দুর্ঘটনা। স্থানীয় মানুষজনের দাবি সরকার এই নদীর উপরে যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ তৈরি করে দিক।
এই দুলদুলি থেকে নেবুখালী কয়েক হাজার মানুষজন যাতায়াত করে। বাইক সহ সাইকেল পারাপার করতে গিয়ে প্রাশই ঘটে দুর্ঘটনা। স্থানীয় মানুষজনের দাবি সরকার এই নদীর উপরে যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ তৈরি করে দিক।
