সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শনিবার ১৯,জুলাই :: উস্তি ও ফলতা এলাকায় নাবালিকা নির্যাতনের দুটি পৃথক ঘটনায় সাজা হল দুই অভিযুক্তের। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বছরখানেক আগে ও উস্তিতে ১০ বছর আগে এই নাবালিকা নির্যাতনের দু’টি ঘটনা ঘটেছিল।
ডায়মন্ড হারবার সেশন আদালত ফলতার ঘটনায় অভিযুক্তকে ২০ বছর ও উস্তির ঘটনায় অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে।এক বছর আগে ফলতায় গৃহশিক্ষিকার বাড়িতে টিউশন পড়তে গিয়েছিল পাঁচ নাবালিকা।
অভিযোগ, ওই গৃহশিক্ষিকার অনুপস্থিতিতে তাঁর ছেলের হাতে যৌন নির্যাতনের শিকার হতে হয় ওই ছাত্রীদের। ঘটনার কথা প্রকাশ করলে নির্যাতিতা নাবালিকাদের ভিডিও ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে।
প্রাণহানির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই নাবালিকারা বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলে। পুলিশে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ ২২ বছরের দীপাঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, ১০ বছর আগের অন্য একটি ঘটনায় উস্তিতে মাঠে গরু চরিয়ে ফেরার সময় যৌন নির্যাতনের শিকার হয় এক নাবালিকা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত সইফুদ্দিন মোল্লা ওরফে বাবুলালকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, সম্প্রতিকালে উস্তি এবং ফলতা এলাকায় দুটি পৃথক নাবালিকা নির্যাতনের ঘটনা ঘটে, সেই ঘটনার তদন্ত নেমে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার যে কোন জায়গায় অপরাধ হলে অপরাধীরা নিস্তার পাবে না অপরাধীদের শাস্তি পেতে হবে। এছাড়াও এলাকায় যদি নির্যাতনের মতন ঘটনা ঘটে তাহলে অভিযোগকারীরা এগিয়ে এসে মুখ খুললে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ব্যবস্থা ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে করা হবে।