নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১৯,জুলাই :: গতকাল শিবপুরের ফরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ধারে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোডিংগুলি কে বা কারা ব্লেড দিয়ে ছিঁড়ে দেয়। এই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব শিবপুর থানায় অভিযোগ দায়ের করে।
একুশে জুলাই এর ধর্মতলার শহীদ স্মরণ নিয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া শহর জুড়ে প্রচার তুঙ্গে। পোস্টার, ব্যানার, হোডিং এবং দেওয়াল লিখনে ছয়লাপ। ছোট ছোট মিছিল করে চলছে প্রচার। ডাক দেওয়া হয়েছে ধর্মতলা চলো। এরই মধ্যে শিবপুর থানার অন্তর্গত ফরশোর রোড এবং জগৎ ব্যানার্জীর রোডে রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হোডিংগুলিকে কে বা কারা ব্লেড দিয়ে কেটে দেয়।
এই খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতৃত্ব পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বলেন এই ঘটনার পেছনে বিরোধী দল বিজেপি এবং সিপিএম আছে।
গত বিধানসভা নির্বাচনে সিপিএমের ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল। ফের বিধানসভা নির্বাচনের আগে তারা তলায় তলায় এক হয়েছে। আমরা পুলিশকে বলছি গোটা ঘটনার তদন্ত করে দেখা হোক।
সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক। তাহলেই বোঝা যাবে কে বা কারা এর পেছনে রয়েছে। মন্ত্রী এই ঘটনায় মেজাজ হারিয়ে বিরোধীদের জানোয়ার বলে সম্মোধন করেন।
এদিকে জানা যায়, অধিকাংশ হোডিং এর নিচের দিকে যেখানে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়। যেখানে মন্ত্রী অরূপ রায়ের নাম আছে সেগুলোতে কোন আঁচ লাগেনি। এটা কি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ?
এই নিয়ে মন্ত্রী বলেন পুলিশ তদন্ত করলেই পুরো ঘটনাটা জানা যাবে। আমাদের দলে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে রাজীববাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। পরে তিনি ফের পুরনো দলে ফিরে আসেন এবং বর্তমানে হাওড়া জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে আছেন।