নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: শনিবার ১৯,জুলাই :: হঠাৎ সারপ্রাইজ ভিজিট সরূপনগরের বিডিও অফিসে বিধায়কের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর পঞ্চায়েত সমিতির
বিভিন্ন সরকারি দপ্তরের আলাদা আলাদা ভাবে আমলারা কি কাজ করছেন তা সরোজমিনে খতিয়ে দেখলেন সরুপনগর এর বিধায়ক পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার সহ-সভাধিপতি বীনা মন্ডল।
তার অনুগামীদের নিয়ে হঠাৎই বিডিও অফিসে এসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিডিও বিনয় কৃষ্ণ রায়ের কাছে জানতে চাইলেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সরকারি পরিষেবার ঠিকঠাক মানুষ পাচ্ছে কিনা।
এছাড়াও সাম্প্রতিকালে নিম্নচাপের জেরে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে সেগুলো নিকাশি কোন পর্যায়ে আছে ইছামতি নদীর উপর বাশের সাঁকো গুলো উপরে কোন জায়গায় ভেঙে গেছে কোন জায়গায় দুর্বল হয়েছে যার ফলে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে এই গুলো জানতে চান।
বিডিও বিনয় কৃষ্ণ রায়, তিনি বলেন এটা সৌজন্যমূলক সাক্ষাৎ হঠাৎ এসেছেন তিনি বিভিন্ন দপ্তরের সরকারি কাজের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন পুরো বিষয় ওনার সঙ্গে আলোচনা হয়েছে। হঠাৎ ভিজিটে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় স্বরূপনগর বিডিও অফিসের দপ্তরে আধিকারিকদের মধ্যে, পাশাপাশি যারা পরিষেবা নিতে এসেছিল তাদের সঙ্গে কথা হয় বীণা মন্ডলের।