নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যানী :: শনিবার ১৯,জুলাই :: ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় ভারতের প্রথম দোষী সাব্যস্ত নদিয়ায়। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট ও রাজস্থানে সাইবার পুলিশের অভিযান চলে, পুলিশের জালে ১৩ জন গ্রেফতার হয়।
এদের মধ্যে ৯ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৪ রাজ্যে অভিযান চালায় নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা।গ্রেপ্তার হয় মোট ১৩ জন। এর মধ্যে ১ জন মহিলা ও রয়েছে। এই মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে কল্যানী এডিজে আদালত।মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় তাদের। তাদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল, ব্যাংক পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক নথি। ১০০টি একাউন্ট সিজ করা হয়েছিল।
একই সাথে ৪ লাখ টাকা সিজ করা হয়েছিল। গত ৬ই নভেম্বর ২০২৪ সালে নদিয়ার কল্যানী রানাঘাট পুলিশের সাইবার থানায় ১ কোটি টাকার সাইবার প্রতারনার অভিযোগ দায়ের করে এক অবসরপ্রাপ্ত অধ্যাপক।
ফোনের অপরপ্রান্ত থেকে মুম্বাইয়ের আন্ধেরি থানার এক এ এসআই এমরাজ কালির পরিচয় দিয়ে, অধ্যাপক এবং তার স্ত্রীকে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নেয়। তারপরেই পুলিশ তদন্ত শুরু করে এই ১৩ জনকে গ্রেপ্তার করেছিল ৪ রাজ্য থেকে। এটাই ভারতবর্ষের মধ্যে প্রথম ডিজিটাল অ্যারেস্ট মামলায় দোষী সাব্যস্ত করল বলে পুলিশ সূত্রে জানা গেছে।