নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ১৯,জুলাই :: স্কুলে এনসিসি ট্রেনিং এর পরেই অসুস্থ হলো প্রায় ১৫ জন ছাত্রী। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তিনজন ছাত্রীকে থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার খাল বোয়ালিয়া উচ্চ বিদ্যালযয়ে। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনের স্কুলে শুরু হয় পঠন-পাঠন। মেয়েদের আজ এনসিসি ট্রেনিং চলছিল।আর এই গরমের মধ্যে ট্রেনিং চলাকালীন প্রথমে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সেই ছাত্রীকে সুস্থ করতে না করতে আরও ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে।
গা বমি ভাব উপসর্গ নিয়ে প্রায় ১৫ জন ছাত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলার পর তিনজন ছাত্রীকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তবে কি কারণে ছাত্রীদের এমন অবস্থা হল তা স্কুলের শিক্ষক শিক্ষিকারাও জানাতে পারেনি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একদিকে রোদ অন্যদিকে গরম আর সেই কারণেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছে।