নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৯,জুলাই :: তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই উপলক্ষে জেলাগুলি থেকে তৃণমূল কংগ্রেস এর কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছে। সেন্ট্রাল পার্কে মূলত থাকার জায়গা করা হয়েছে, উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য। রয়েছে সাতটি বড় তাবু যাকে বলা হচ্ছে হ্যাঙ্গার।
জলপাইগুড়ি, দুই দিনাজপুর,কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ আরও এক জেলার জন্য এই বড় তাবু বা হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। রয়েছে ছোট তাবু। সহায়তা কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল টিম এবং খাবার ব্যবস্থা রয়েছে এই ক্যাম্পে।
ডিম ভাত ডাল সবজি। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা স্নানাগারের ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি তে চালানো হচ্ছে নজরদারি।