নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ২০,জুলাই :: ২১ শে জুলাই সমাবেশে যারা যাচ্ছেন তাদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে হেলথ ক্যাম্পের আয়োজন করলো প্রগেসিভ হেলথ এসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার সদস্যরা।
জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে কলকাতা যাওয়ার জন্য প্রচুর ভিড় হয়। তাই শনিবার বিকেল থেকে জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা সংগঠনের রাজ্য সহ সভাপতি ডাক্তার প্রদীপ কুমার বর্মার নেতৃত্ব
দুদিনের জন্য স্টেশন চত্তরে শুরু হলো মেডিক্যাল ক্যাম্প। সাথে ছিলেন ডঃ সৌমেন মন্ডল, ডাঃ পার্থ প্রতিম ভদ্র, ডাঃ বিপ্লব গোস্বামী সহ অন্যান্য চিকিৎসক ও নার্স সদস্যরা।
একসাথে এতজন বিশিষ্ট চিকিৎসকে হাতের কাছে পেয়ে ভিড় উপচে পড়ে ক্যাম্পে।চলে ব্লাড প্রেশার পরীক্ষা সহ অন্যান্য চেকাপ।সাথে ORS ওষুধ বিলি করা হয়।