নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: রবিবার ২০,জুলাই :: অবশেষে সিআইএসএফ জওয়ানের হত্যা কাণ্ডে ধরা পড়লো এক।রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য।পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডোমদোহা উপরডাঙ্গা এলাকায়
গত ২৩শে এপ্রিল দুষ্কৃতীর ছোড়া গুলিতে এক সিআইএসএফ (কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী) জওয়ানের মৃত্যু হয়েছিলো।মৃত জওয়ানের নাম সুনীল পাসওয়ান তিনি ঝাড়খণ্ডের মেহিজাম বাড়ুই পাড়ার বাসিন্দা ছিলেন।পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি দ্বারা দুষ্কৃতীর পোশাক ধরে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে মেহিজাম আম্বেদকর নগরের বাসিন্দা রাহুল গুপ্তার ওরফে মুরগির বাড়িতে হানা দেয়।
সেখানে উদ্ধার হয় খুনের সময় ব্যবহৃত পোশাকটি,তারপরই পুলিশ জানতে পারেন মেহিজাম থানার খুনের মামলায় ১০/২০২৫ সে জেলবন্দি। তারপরেই রূপনারায়ানপুর পুলিশ রাহুল গুপ্তাকে জামতোড়া জেল থেকে শোন অ্যারেস্ট করে ১০ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে।
বিশেষ সূত্রে জানা যায় রূপনারায়ানপুর পুলিশ তারা বাড়িতে তল্লাশি চালিয়ে খুনের সময় ব্যবহৃত পোশাকটি বাজেয়াপ্ত করেছে।তবে এই ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
ধৃত রাহুল গুপ্তাকে আসানসোল আদালতে পাঠানো হয়।তদন্ত সাপেক্ষে চারদিনের পুলিশি হেফাজত চাই বলে জানা যায়।