নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২০,জুলাই :: ছেলেকে সাথে নিয়ে পুত্রবধূকে বাড়িতে আটকে রেখে অকথ্য নির্যাতনের অভিযোগ মহিলা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে । কাউকে বললে,সমাজ মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি মহিলা তৃণমূল নেত্রী ও তার গুণধর ছেলের ।
খবর জানাজানি হতেই প্রকাশ্যে রাস্তায় উত্তেজিত জনতা টেনে হিচড়ে টোটো থেকে নামিয়ে তৃণমূল নেত্রীকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ।
পুলিশ অভিযুক্ত তৃণমূল নেত্রীকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ স্থানীয়দের, শুরু ধস্তাধস্তি। দুর্গাপুরের শ্যামপুর বাজারে উত্তেজনা, বিশাল পুলিশ বাহিনী পৌঁছে সামাল দিলো পরিস্তিতি।