নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২০,জুলাই :: কোচবিহার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার ইউনিয়নের এবং আস্থা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন করা হয় আর আজ কোচবিহার বিবেকানন্দের স্ট্রিট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় ।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বাইক অক্সিজেন ম্যান শংকর রায়। তার সাথে বিভিন্ন ব্যাংকের অফিসার এবং ম্যানেজাররা উপস্থিত ছিলেন |
বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়া গাছেরও ব্যথা হয় এই চিন্তা ভাবনায় গাছের মধ্যে তারকাটা এবং পোস্টার আবর্জনা পরিষ্কার করেন বাইক অক্সিজেন ম্যান শংকর রায় | ৩০ টির মতন গাছ নিজের হাতে পরিষ্কার করেন |