নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২০,জুলাই :: গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান। ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান। আর তাতেই সন্ধান মিলল দুই জন ভুয়ো ভোটারের।
গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী।
ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এলাকায় তাদের বসবাস নেই। আজ এই রকমই দুজন ভুয়ো ভোটারের হদিশ বের করে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানালেন মালদহের গাজোল বিধানসভার কেন্দ্রের গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী।
দলীয় কর্মী এবং এলাকাবাসীদের সাথে নিয়ে ভুয়ো ভোটার ধরতে বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী এদিন ঘাকসোল বুথে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যান।
বাড়ি বাড়ি ভোটার লিস্ট মিলানোর পর বেরিয়ে আশে লাল বানু খাতুন এবং ইয়াসমিন খাতুন নামে দুইজন ভুতুড়ে ভোটারের নাম যাদের ভোটের লিস্টে নাম থাকলেও বসবাস নেই এলাকায়। এরপরই বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানান বিজেপি প্রধান।
স্থানীয় বিজেপি বিধায়ক চিনময় দেব বর্মন জানান, তৃণমূল সরকার বহিরাগতদের প্রবেশ করিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। তার এটি উদাহরণ।
অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ আমাদের নেত্রী ভুয়ো ভোটার নিয়ে আগেই সতর্ক করেছিল। ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যেই বিজেপি দিল্লিতে জিতেছে এই রাজ্যে আমরা তা হতে দেবো না।