নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম। :: সোমবার ২১,জুলাই :: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের ঠিক আগেই ফের রক্তাক্ত বীরভূম! সাঁইথিয়ার পর এবার মল্লারপুরে তৃণমূল নেতা খুন। শনিবার রাতে বীরভূমের মল্লারপুরের বিষিয়াগ্রামে বোমা মেরে খুন করা হলো তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে।বয়স হয়েছিল ৪০ বছর। তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটা নাগাদ বাইতুল্লা শেখ এলাকার এক চায়ের দোকানে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আড্ডায় বসেছিলেন।
সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোঁড়ে। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয়রা ছুটোছুটি শুরু করেন। অন্ধকারের সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়।
তড়িঘড়ি বাইতুল্লাকে রামপুরহাট গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় সিপিএমের হার্মাদ বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।