নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২১,জুলাই :: প্রতি বছর ২১ জুলাই মানেই তৃণমূলের কংগ্রেসের নেতা কর্মীদের নতুন শপথ, নতুন উতেজনা আর এবছর ২১ জুলাই বেজে যাবে ২০২৬ নির্বাচনের বাজনা। ২১ জুলাই—তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় তৈরি হচ্ছে বিশাল মঞ্চ।
‘অমর একুশে জুলাই’-এর ডাক দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী ‘ধর্মতলা চলো’ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রধান বক্তা থাকছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার প্রাণকেন্দ্রে তৈরি হচ্ছে তিন স্তরের মূল মঞ্চ।
নীচের লোহার স্ট্রাকচারের কাজ শেষ হয়ে গেছে, এখন তার উপর তেরঙা কাপড়ে সজ্জিত হচ্ছে মঞ্চ। ডানদিকে রাখা হচ্ছে বক্তব্য রাখার বিশেষ পডিয়াম। মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব ও একাধিক জনপ্রিয় সেলিব্রিটি।সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে মঞ্চের চারপাশ ঘেরা হয়েছে গার্ডরেল দিয়ে, লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যারা দূরে থাকবেন, তাঁদের জন্য বড় এলইডি স্ক্রিন রাখা হয়েছে, যাতে বক্তৃতা স্পষ্ট দেখা ও শোনা যায়। মাইক বসানো হয়েছে ধর্মতলা চত্বরে।
একুশের পোস্টার আর ঝান্ডায় ঢেকে গেছে গোটা এলাকা। ধর্মতলার পাশের রেড রোডও বদলে গেছে একুশের রঙে। গার্ডরেল দিয়ে রাস্তা ভাগ করা হয়েছে, সেই রেলিং সাজানো হয়েছে তৃণমূলের পতাকায়। মনে পড়িয়ে দিচ্ছে কোনো জাতীয় দিবসের প্রস্তুতি।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থক ইতিমধ্যেই শহরের উদ্দেশে রওনা হয়েছেন।সোমবার সকাল থেকেই গোটা শহরের দৃষ্টি থাকবে একটাই দিকে—ধর্মতলা।