নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২১,জুলাই :: ২১ জুলাই কলকাতার শহিদ দিবসের সমাবেশে যাওয়া ও ফেরা তৃণমূল কংগ্রেস কর্মীদের কারণে জাতীয় সড়কে যে যানজটের সম্ভাবনা তৈরি হয় তা রুখতেই অভিনব পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পুলিশ।বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিকের উদ্যোগে শক্তিগড়ে আয়োজিত হয়েছে তিনদিনের ল্যাংচা মেলা। প্রায় ৬০ বিঘা জমির উপর গাড়ি পার্কিংয়ের সুবিস্তৃত ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মিছিল ফেরত কর্মীদের জন্য থাকছে পর্যাপ্ত শৌচালয়ের সুবিধা। এছাড়াও জরুরি প্রয়োজনে থাকবে মেডিক্যাল টিম।
পার্কিং জোনের মধ্যেই থাকছে ল্যাংচা খাওয়ার সুযোগও । এখানে বসানো হয়েছে মোট ৫০টি ল্যাংচার স্টল। পাশাপাশি থাকছে অন্যান্য খাবার ও হস্তশিল্পের বিভিন্ন স্টলও। জেলা পুলিশের পক্ষ থেকে মেলার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশবাহিনী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক প্রমুখ ।