নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২১,জুলাই :: কুচবিহার জেলা পুলিশ ট্রাফিক আইন ও নিরাপত্তা বিষয়ে নিয়মিত সচেতনতা শিবির আয়োজন করলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো ঘটনা বারবার ঘটছে। এর মর্মান্তিক পরিণতি দেখা গেল রবিবার সন্ধ্যায়।জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ বামনহাট থেকে খেরবাড়িহাটের দিকে হেলমেটবিহীন দুই যুবক একটি স্কুটি নিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল। স্কুটিটি মহাকাল বাজার অতিক্রম করার সময় সামনে থেকে আসা এক পুলিশকর্মীর গাড়িতে সজোরে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশকর্মীসহ ওই দুই যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার বিশেষ অভিযানে থাকা পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনার কিছুক্ষণ আগেও স্কুটিটি একবার দুর্ঘটনার শিকার হয়েছিল, তখন চালক ও আরোহী গুরুতর আঘাত থেকে রক্ষা পেলেও দ্বিতীয়বারের ঘটনায় তারা রক্ষা পাননি।পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।