সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২১,জুলাই :: শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস। প্রত্যেক বছর শ্রাবণ মাস জুড়ে নানা জায়গায় শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল নিবেদন করেন ভক্তরা।
মন্দিরগুলিতে ভক্তদের ঢল নামে। এবারও শ্রাবণ মাস পড়ে গেছে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল থেকে বিভিন্ন মন্দিরগুলিতে ছিল ভক্তদের সমাবেশ। ভগবান শিবের মাথায় জল ও দুধ নিবেদন করতে ছিল লম্বা লাইন।
শিলিগুড়ির হায়দার পাড়া সূর্যশিখা সমিতির সংলগ্ন এলাকায় রয়েছে নব নির্মিত শিব মন্দির। এক বছর পূর্ণ হয়েছে, এদিন সেই মন্দিরে ছিল ভগবান শিবের মাথায় জল ও দুধ অর্পণ করতে সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন।
সংশ্লিষ্ট মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে সারা দিন ধরে পূজো পাঠ বেশ কিছু কর্মসূচি রয়েছে। পাশাপাশি ভক্তদের জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে।