নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২২,জুলাই :: মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সন্দেশখালীর মাটিতে তৃণমূল কংগ্রেসের হারানো জমি পুনরায় বিধানসভায় জিতে উপহার দেবো মুখ্যমন্ত্রীকে বললেন সন্দেশখালীর প্রতিবাদী সুদেষ্ণা ও লতিকা
মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কি বার্তা দেন অধীর আগ্রহে রয়েছে গোটা বাংলা । ২০২৪ সালে সন্দেশখালি আন্দোলন দেখেছে গোটা দেশ। বিজেপি নেত্রী রেখা পাত্র ছায়াসঙ্গী সুদেষ্ণা দাস ও লতিকা মিস্ত্রি কে নিয়ে রাজ্যের ২৪ এর লোকসভা ৪২ টা লোকসভার মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে ভোট প্রচারের কাজে লাগিয়েছিলেন।
সন্দেশখালি আন্দোলনে যারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিল। তাদের মধ্যেই লতিকা সুদেষ্ণা ছিল প্রথম মুখ ভুল বুঝতে পেরে তৃণমূলের যোগদান করেছেন। তাই এবারের একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে তাদের নেতৃত্বের সন্দেশখালীর মহিলা তৃণমূল কংগ্রেস সাধারণ গ্রামবাসীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।দলনেত্রী কি বার্তা দেন তার জন্য সকাল সকাল নদীপথে নৌকায় করে এসে ধামাখালি থেকে বাস করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
তারা বলেন আমাদেরকে ভুল বুঝানো হয়েছিল আমরা সব কিছু বুঝতে পেরেছি তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের শরিক হতে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রেরণিত হয়েছি তাই তিনি কি বার্তা দেন ২০২৬-এ বিধান সভা নির্বাচনে মাথায় নিয়ে এসে
সন্দেশখালীর মাটিতে মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং বোঝাবো সেদিনকে আন্দোলন অনেকটাই মিথ্যের উপর দাঁড়িয়ে ছিল যার কারণে অনেকে ভুল বুঝেছিল ।
আবার তারা ফিরে আসছে তৃণমূল কংগ্রেসে ২০২৬-এ সন্দেশখালি বিধানসভা জিতে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার দেব আজকের এই একুশে জুলাই এর শপথ প্রতীক্ষার মধ্য দিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলবে।

