সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: আশংকা আগেই করেছিল আর তা সত্যি হলো রবিবার রাতে । ঘূর্ণিঝড় জাওয়াদ ও অমাবস্যার কোটাল এর জেরে গঙ্গাসাগরের মহিষামারি গ্রামে ভাঙলো নদী বাঁধ। মহিষামারি গ্রামে হুগলি নদীর মোহনা সংলগ্ন এলাকায় প্রায় ৫ কিলোমিটার নদী বাঁধ ভেঙে এলাকায় প্রবেশ করছে নোনা জল।
ইতিমধ্যে পঞ্চায়েত ও সিভিল ডিফেন্সের কর্মীরা সাধারণ মানুষকে সরানোর কাজে হাত লাগিয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির মধ্যে শীতের রাতে প্রায় ১০টি পরিবার সবকিছু হারিয়ে বর্তমানে তাদের ঠাঁই হয়েছে মহিষামারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যদিও তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তড়িঘড়ি । রাত জেগে নদী বাঁধ পাহারা দিচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য ও আতঙ্কিত গ্রামবাসীরা।