নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২২,জুলাই :: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর তারই প্রতিবাদ করেছিল স্ত্রী, এরপর স্ত্রীকে বেল্ট দিয়ে বেধরক মারধর,আর যার জেরে পূর্ব বর্ধমান জেলার কালনা হসপিটালে মৃত্যু হল গৃহবধূর। মৃত ওই গৃহবধূর নাম আজমিরা খাতুন শেখ বয়স ২৪বছর।
চলতি মাসের ৩ তারিখ গৃহ বধূকে ব্যাপক মারধর করে গৃহবধুর বাপের বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে চলে যায় তার স্বামী। যদিও সেই সময় তার বাড়িতে কিছুই জানায়নি ওই গৃহবধূ। প্রথমদিকে জ্বরের চিকিৎসা হলেও পরবর্তী সময় ওই গৃহবধূ তাকে মারধোরের কথা তার পরিবারকে জানায় ।
ধৃত স্বামী আলোবদ্দিন শেখ
গৃহবধুর পা থেকে গোপনাঙ্গ পর্যন্ত একাধিক মারের চিহ্ন রয়েছে। মারধরের জেরেই ওই গৃহবধুর মৃত্যু হয় কালনা মহকুমা হসপিটালে । এরপরই অভিযুক্ত তার স্বামী ও শশুরকে গ্রেফতার করে পূর্বস্থলী থানার পুলিশ। গৃহবধূ বাপের বাড়ির লোকজন, মোট চারজনের নামে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিন সোমবার মৃতের এক দাদা জানান, বোনকে অমানবিক মারধরের জেরেই বোনের মৃত্যু হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। আলোবদ্দিন শেখ ও তার বাবা অণুজুল শেখকে গ্রেফতার করে পুলিশ। ধৃত স্বামী বলেন রাগের বশবর্তী হয়ে এই ঘটনা করে ফেলেছি।