নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ২৩,জুলাই :: আজ দুপুর ২টো নাগাদ বামনহাট বাজারে আচমকা হানা দেয় নিউ কোচবিহার রেলওয়ে প্রোটেকশন ফোর্স । সেখানে অভিযান চালিয়ে এক অনলাইন ব্যবসায়ীকে আটক করেছে নিউ কোচবিহার আরপিএফ।
স্থানীয় সূত্রে খবর, বামনহাট মেইন রোডে অবস্থিত একটি অনলাইন দোকানে আর পি এফ প্রতিনিধি দল হানা দেয় এবং দোকানের কম্পিউটার খতিয়ে দেখার পাশাপাশি পুরো দোকানে তল্লাশি চালায় তারা। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই দোকান থেকে অবৈধভাবে রেলের টিকিট কাটার প্রমাণ মিলেছে।
আর পি এফ সূত্রে খবর, ধৃত দোকানদারের কাছে রেলের টিকিট কাটার কোনো বৈধ অনুমতি ছিল না। এই অভিযোগে তাঁকে আটক করে নিউ কোচবিহার নিয়ে যাওয়া হয়েছে। আজকের এই অভিযানে সাহেবগঞ্জ থানার পুলিশও আর পি এফ-এর সঙ্গে উপস্থিত ছিল।