নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সামশেরগঞ্জ :: বুধবার ২৩,জুলাই :: গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়াল সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস। মঙ্গলবার সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা পাতা মার্কেট চত্বরে আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রায় ৭০০টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়।
বেশ কিছু গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ অসহায় পরিবারকে অধীর চৌধুরী এবং কংগ্রেস সভাপতি সফিকুল ইসলাম নিজের হাতে ত্রিপাল গুলি তুলে দেন। এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও জননেতা অধীর রঞ্জন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা কমিটির সভানেত্রী ও এআইসিসি সদস্য মৌসুমী বেগম, মহকুমা কংগ্রেস সভাপতি আলফজুদ্দিন, ব্লক কংগ্রেস সভাপতি সফিকুল ইসলাম, টাউন সভাপতি বাবলু মন্ডল, প্রাক্তন ব্লক সভাপতি ইমাম সেখ, INTUC ব্লক সভাপতি নাসিম আখতার,
এসসি-এসটি সেলের নেতা ইন্দ্রজিৎ দাস,শামসুল আলম টিপু ডাক্তার, তাসির উদ্দিন আহমেদ,অমিত তিওয়ারি, বিশিষ্ট সমাজসেবী ফিরদৌস শেখ, ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী, মোস্তাফিজুর রহমান সহ ব্লকের সমস্ত নেতৃত্ব।
ত্রিপল পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে দেখা যায় স্বস্তির হাসি। তাঁরা জানান, এই সাহায্য তাঁদের জীবনযুদ্ধে কিছুটা ভরসা এনে দিল। জননেতা অধীর চৌধুরী বলেন, “এই দুর্দিনে কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে ও থাকবে।
মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।” এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে, এবং রাজনৈতিক সহানুভূতির বাইরেও একটি সামাজিক বার্তা পৌঁছে দিয়েছে।