নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: বুধবার ২৩,জুলাই :: ২০০৮ সালের বামফ্রন্টের আমলের রাস্তা রাস্তা সংস্কার রোহিনী তাই নতুন রাস্তা সংস্কার দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা বাজারে রাস্তা অবরোধ করল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বেহাল বাঁশতলা মোড় থেকে জীবনপুর পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ২০০৮ সাল থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে আজও সেই রাস্তা সংস্কার হয়নি ।দুটি পঞ্চায়েত বাগজোলা ও কলসুর গ্রাম পঞ্চায়েতের বর্ডারে হাওয়ায় কে প্রশাসনিকভাবে দায়িত্ব নেবে তা আজও সম্মতি পায়নি যার কারণে এই রাস্তা সংস্কার হয়নি এর ফলে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, প্রাসই দুর্ঘটনার মধ্যে পড়তে হয় স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের।
রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় এক ঘন্টা পথ অবরোধ করেন ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে তাদেরকে আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায় তাহলে চাইছে খুব শীঘ্রই এই রাস্তা-সংস্কারও বাম ফ্রন্টের আমলে এই রাস্তা বেহালো ভগ্নদশা আজও ১৭ বছর পর রাস্তার সংস্কার হয়নি দাবি এলাকার বাসিন্দাদের