বাংলাভাষী হওয়ায় দূই পরিযায়ী শ্রমিককে আটক করল হরিয়ানার গুরুগ্রাম পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা :: বুধবার ২৩,জুলাই :: বাংলাভাষী হওয়ায় দূই পরিযায়ী শ্রমিককে আটক করল হরিয়ানার গুরুগ্রাম পুলিশ। চাঁচল ২ ব্লকের পুরাতন খানপুরের লাল্টু হোসেনকে রবিবার বিকেলে ঘর থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

এক ঘন্টার জন্য নিয়ে যাওয়া হলে তিনদিনেও ছাড়া হয়নি।বাংলা ভাষী হওয়া পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলছে পরিবার।

লাল্টু সেখানে স্ত্রী সরমিনা খাতুন সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন।তার স্ত্রী দুশ্চিন্তায় রয়েছে।গ্রামের বাড়িতেও দুশ্চিন্তায় বৃদ্ধ বাবা দুখু শেখ ও মা অতিজা বিবি।তার

বলেন,ছেলে বৌমা দীর্ঘদিন ধরে সেখানে রয়েছে।ছেলে নির্মাণ শ্রমিক ও বৌমা পরিচারিকার কাজ করে।বাংলায় কথা বলার জন্য এই হেনস্থা করছে পুলিশ। শ্রমিকের স্ত্রী সরমিনা বলেন,স্বামী খাওয়ার খাচ্ছিল। আধারকার্ড দেখার নাম করে একঘন্টার জন্য থানায় নিয়ে যায়।আজও ছাড়া হলনা।

অন্যদিকে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের সায়েদ আলিকেও পুলিশ আটক করেছে।সেখানে ঈদুজ্জোহার পর কাজে যান সায়েদ।তিনি কোম্পানিতে প্রহরীর কাজ নিযুক্তে ছিলেন।রবিবার তাকেও স্ত্রীর সামনে ঘর থেকে তুলে নিয়ে যায় পুলিশ।তার স্ত্রী বলেন,স্বামীর আধারকার্ড দেখল।

তারপর আধঘন্টার জন্য নিয়ে যাবে বলে।কিন্তু তিনদিনেও ছাড়া হলনা।কি করব ভেবে পাচ্ছিনা।এদিকে ঘটনার পরে এদিন বলরামপুরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটক শ্রমিকের দাদা আব্দুল মালেক বলেন,ভাইয়ের কোনো দোষ নেই।বাংলা ভাষী হওয়ায় পুলিশ হেনস্থা করছে।ভাইকে ছাড়াতে আমরা প্রশাসনের দ্বারস্থ হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =