সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ২৩,জুলাই :: পরিশ্রম করলে ফল লাভ হয়। বহুল প্রচলিত বাক্য। অংশুল কম্বজের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেল। ভারতের এ দলে ভালো পারফরম্যান্স, ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকতা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে প্লেয়িং ইলেভেনে অংশুল কাম্বোজ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে টেস্ট অভিষেক হল তাঁর। ৩৫ বছর আগে ১৯৯০ সালে ম্যানচেস্টারে কিংবদন্তি অনিল কুম্বলের টেস্ট অভিষেক হয়েছিল। যাঁর ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। এই ম্যানচেস্টারের মাঠেই পর্ব সম্পন্ন হয়েছিল তাঁর। এবার ঠিক ৩৫ বছর পর ম্যানচেস্টারে অংশুল কাম্বোজের টেস্ট অভিষেক সম্পন্ন হল।