নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার মিনাখাঁ হাসপাতালের ঘটনা । খোকন নস্কর (৫০) , বাড়ি মিনাখাঁর মালিয়ারি নস্কর পাড়া এলাকায় ।
জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে তাকে তার পরিবারের লোকজন মিনাখাঁ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য । কিন্তু হাসপাতালে বেশ কিছু সময় রাখার পরেও ডাক্তার চিকিৎসা না করায় খোকন নস্করের মৃত্যু হয় ।
এরপর খোকন নস্করের স্ত্রী পদ্মা নস্কর মিনাখাঁ থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হয়। মিনাখাঁ থানার পুলিশ মিনাখা গ্রামীণ হাসপাতালে এসে উপস্থিত হয়। এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। খোকন নস্করের স্ত্রী পদ্মা নস্করের অভিযোগ-বিনা চিকিৎসায় তার স্বামীকে ফেলে রাখা হয়েছিল বহু সময় ধরে।
যে কারণে তার মৃত্যু হয়েছে । যদি সময় মতন চিকিৎসা করতে ডাক্তার তাহলে তার মৃত্যু হতো না বলে দাবি তার । তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে ।