নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: হীরাপুর থানার অন্তর্গত কালাঝাড়িয়ায় দামোদর নদীর উপর জল সরবরাহ পাইপলাইনের জন্য নির্মিত লোহার সেতুটি ক্ষতিগ্রস্ত হল। সেতুর পাশাপাশি, পি এইচ ই-এর মূল পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর ফলে, আসানসোল শহরের বেশ কিছু অংশে আগামী কয়েক দিন জল সরবরাহ বন্ধ থাকবে যেখানে পি এইচ ই দ্বারা জল সরবরাহ করা হয়। কল্যাণপুর হাউসিং সহ মহিসিলা, ইসমাইল, আসানসোল গড়াই, রোড বিভিন্ন এলাকায় পি এইচ ই দ্বারা জল সরবরাহ করা হয়।
ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতারা এবং তারা গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সরাসরি দাবি নদীর ঘাট থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তুলে নেওয়ার কারণেই ওই লোহার সেতু ভেঙে পড়েছে।
শুধু তাই নয় তিনি রক্ষণাবেক্ষণের অভাব অভিযোগ এর কথাও তুলেছেন। তার অভিযোগ কাটমানির সরকার চলছে। তাই কোনও কাজ হচ্ছে না। আর কাজ না হওয়ার কারণেই এই বিরাট নির্মাণটি ভেঙ্গে পড়ল।