এ আই এম আই এম পক্ষ থেকে কালিয়াচক ২ ব্লকে মোথাবাড়ি গঙ্গাপ্রসাদ পঞ্চায়েত এলাকায় মেগা কর্মীসভা হয়ে গেলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: আসাউদ্দিন ঐশীর দল এ আই এম আই এম পক্ষ থেকে কালিয়াচক ২ ব্লকে মোথাবাড়ি গঙ্গাপ্রসাদ পঞ্চায়েত এলাকায় মেগা কর্মীসভা হয়ে গেলো বৃহস্পতিবার দুপুরে।

এই কর্মী সভায় উপস্থিত ছিলেন এআইএমআই এমের রাজ্য সভাপতি ইমরান সলাঙ্কি, আই এম আই এম এর মোথাবাড়ি ব্লক সভাপতি সেতাউর রহমান, ওয়ার্কিং প্রেসিডেন্ট আমির শেখ, সহ অন্যান্য কর্মীরা।ব্লক সভাপতি সেতাউর রহমান জানান আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছি।

বিভিন্ন ইস্যুতে আমরা আন্দোলন করার জন্য আওয়াজ তুলতে পারিনা তাই আমাদের নিজের নেতা তৈরি করতে হবে। এই সভায় প্রচুর কর্মীর সমাগম হয়েছে। আশা করি আগামী দিনে মোথাবাড়ি বিধানসভায় ভালো ফল হবে জানান সেতাউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =